Bamangola : নালাগোলা ফাঁড়ি উদ্বোধনে ডি পি সিং

আরও পড়ুন

মালদা জেলা পুলিশের উদ্যেগে বামনগোলা থানার নালাগোলা পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করা হল বুধবার। উল্লেখ্য, ১৯৯৩ সালে এই পুলিশ ফাঁড়ি তৈরি করা হলেও সেটির বেহাল অবস্থা থাকায় মালদা জেলা পুলিশের উদ্যোগে সেটিকে পুনঃনির্মাণ করে আবার ওই নালাগোলা পুলিশ ফাঁড়ির (Out Post) আজ, বুধবার ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল রেঞ্জের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং ডি পি সিং(D.P.Singh), মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত পুলিশ সুপার শাহ অমিত কুমার, মালদা রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, মালদা জেলার ডিএসপি(DSP, D&T) আইনশৃঙ্খলা আজারুদ্দিন খান সহ-বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী সহ-অন্যান্য আধিকারিকরা।

ফোর্টিন টাইমলাইন, বামনগোলা, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close