Balurghat : দ্রব্যমূল্য-বৃদ্ধির জেরে প্রতিবাদ মিছিল শহরে

আরও পড়ুন

প্রতিদিন বেড়েই চলেছে গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এমনকি বিভিন্নভাবে রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে কেন্দ্র। এর প্রতিবাদে শুক্রবার বিকেলে বালুরঘাটে প্রতিবাদ মিছিলের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, শুক্রবার বিকেলে বালুরঘাট শহরের কাঁঠালপাড়া এলাকায় অবস্থিত তৃণমূলের জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বালুরঘাট বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী-সহ অন্যান্য মহিলা তৃণমূল নেতৃত্ব। যেভাবে গ্যাসের দাম বাড়ছে সেই জায়গা থেকে মহিলা তৃণমূলের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের মধ্যে মাটির উনুন বিতরণ করা হয়।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close