সেরা ঘুম কাতুরে হয়ে বাংলাকে গর্বিত করলো ত্রিপর্ণা

আরও পড়ুন

“ঘুমের দেশের রানী” হয়ে সেরা হলেন ঘুমকাতুরে শ্রীরামপুরের ত্রিপর্ণা চক্রবর্তী। ঘুমের দেশের রানী প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ঘুমকাতুরে হওয়ার আখ্যা পান। সেরা হয়ে ৫ লক্ষ টাকা জিতে নেন ত্রিপর্ণা।

সূত্রের খবর, ছোট থেকেই এই ঘুমের জন্য অনেক বকা খেতে হতো তাকে। তাদের বাড়িতে সকাল থেকেই ত্রিপর্ণার ঘুমের জন্য চেঁচামেচি শুরু হয়ে যেত। এমনকি স্কুল-কলেজেও তাকে ঘুমোতে দেখা যেত। তার ঘুমের কথা উঠলে ত্রিপর্ণা বলেন, পরীক্ষা দিতে গিয়েও তিনি ঘুমিয়ে পড়তেন। তিনি আরও জানান, এমনও দিন গেছে তার ঘুমের জন্য তিনি কলকাতা থেকে দিল্লি চলে গিয়েছিলেন। এই ঘুমের জন্যেই তিনি ৫ লক্ষ টাকা বাড়িতে নিয়ে আসেন।

প্রসঙ্গত, একটি সংস্থার তরফ থেকে ঘুমের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এমবিএ পড়তে গিয়ে তিনি এই প্রতিযোগিতার কথা জানতে পারেন। এই সংস্থা সূত্রের খবর, প্রথমে ইন্টারভিউ নেওয়া হয়। এই প্রতিযোগিতায় অনেকগুলি রাউন্ড ছিল। এছাড়াও, এই প্রতিযোগিতায় কে কতটা বেশি ঘুমকে গুরুত্ব দিয়েছে তাও খতিয়ে দেখা হয়। প্রায় ৫ লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পরে এই প্রতিযোগিতার জন্য। এর মধ্যে ১৫ জনকে বেছে নেওয়া হয়। এই ১৫ জনের মধ্যেই স্থানাধিকার করেন ত্রিপর্ণা চক্রবর্তী। সেই সংস্থার চুক্তিতে বলা হয়, প্রতিযোগীদের ১০০ দিনের জন্য ৯ ঘন্টা করে ঘুমোতে হবে। তাদেরকে ঘুমোনোর জন্যও একটি স্লীপ ট্র্যাকার ও ম্যাট্রেস দেওয়া হয়। ওই ১৫ জনকে নিয়ে প্রতিযোগিতার পর ৪ জনের মধ্যে ত্রিপর্ণাকে বেছে নেওয়া হয়। তাদের মধ্যে “ঘুমের দেশের রানী” হন তিনি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close