Dengue Attack : উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্তে মৃত এক যুবক

আরও পড়ুন

ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপাড়ায়। মৃত ওই যুবকের নাম সন্দীপ কুমার মুখোপাধ্যায়। বয়স ৩৭ বছর। তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। সন্দীপ বাবুর স্ত্রী ও এক মেয়ে আছে।

সূত্রের খবর, গত শুক্রবার থেকে জ্বরে ভুগছিলেন সন্দীপবাবু। উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় আইসিসিইউতে। শুক্রবার বিকেল তিনটে নাগাদ তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এমন খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারেজুড়ে।

প্রসঙ্গত, মৃত যুবকের বাবা উজ্জ্বল কুমার মুখোপাধ্যায় বলেন, এক সপ্তাহ আগে বাড়িতে হঠাৎই অজ্ঞান হয়ে পরে যায় সন্দীপ। দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করি। কোনভাবেই তার জ্ঞান ফিরছিল না। এদিকে বেসরকারি হাসপাতালের বিল বাড়তে থাকে। রক্ত পরীক্ষায় জানতে পারি তার ডেঙ্গু হয়েছে। তার আগে আমরা কিছুই বুঝতে পারিনি।

উত্তরপাড়া পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তা সত্বেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। খুবই মশার উৎপাত বেড়েছে। এর আগে উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। উত্তরপাড়া শ্রীরামপুরে ডেঙ্গু বেড়েই চলেছে। পুজোর মুখে ডেঙ্গু ভয় ধরাচ্ছে হুগলিতে।

হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া বলেন, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে কিনা সেটা আগে জানা দরকার। আমাদের কাছে এখনও কোনও রিপোর্ট আসেনি। তবে প্রাথমিক একটা রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে কোমর্বিডিটি ছিল। হুগলি জেলায় ৬৫০ জন ডেঙ্গু আক্রান্ত। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৩৬ জন।

ফোর্টিন টাইমলাইন, উত্তরপাড়া, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close