SSC Scam : শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার দক্ষিণবঙ্গেও ?

আরও পড়ুন

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। এর সঙ্গে এবার নাম জড়ালো দক্ষিণবঙ্গেরও। শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বালুরঘাট কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। অন্তত ১০০ জন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তুলে তাদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ওই অধ্যাপকের বিরুদ্ধে।

সূত্রের খবর, বালুরঘাটের এক প্রতারিত মহিলা চাকরিপ্রার্থী তিলকি কর্মকার টাকা ফেরতের দাবি নিয়ে জেলা পুলিশ সুপার, প্রধানমন্ত্রীর দফতর ও ইডি দফতরে এই নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এই নিয়ে সরগরম হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে।

তার আরও অভিযোগ, সামনে আসতেই ওই অধ্যাপকও কলেজে গরহাজির থাকতে শুরু করেছেন। ওই অধ্যাপক কার্যত নিজেকে এখন আত্মগোপন করেছেন বলে খবর।

অভিযোগ, তিনি অনেক চাকরি প্রার্থীর কাছ থেকে শিক্ষক নিয়োগ এর প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছিলেন। দলীয় কর্মী সমর্থক ও অন্যান্যদের থেকে মাথা পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নিয়ে অনেককে ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন।

জেলা পুলিশ সুপার, ইডি, প্রধানমন্ত্রীর দফতর-সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে টাকা ফেরতের দাবি করেছেন তিলকি কর্মকার। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close