Itahar: জন্মদিনের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত ৪

আরও পড়ুন

নিষ্ঠুর নিয়তি আর কাকে বলে !টিনের বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক মহিলা-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হ’ল। রবিবার সন্ধ্যায় এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার তিলনা গ্রামে।

পুলিশ জানিয়েছে-বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন আচমকা সমগ্র বাড়িটি বিদ্যুৎ-ময় হয়ে যায়। তড়িঘড়ি জীবনের ঝুঁকি নিয়ে মেইন সুইচ বন্ধ করলেও প্রথমে বাবলু মুর্মু বিদ্যুৎপৃষ্ঠ হন। পাশাপাশি টিনের দেওয়ালে হেলান দিয়ে থাকা বাবলুর জ্যাঠামশাই কবিরাজ মুর্মু ও জেঠিমা হপনময়ী সোরেনও বিদ্যুৎপৃষ্ঠ হন। সেইসঙ্গে গোপাল মুর্মু নামে আরও একজন তড়িদাহত হন।
তড়িঘড়ি ঘরের মেইন সুইচ অফ করে চারজনকেই মোবাইলের আলো জ্বেলে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা বাবলু মুর্মু, কবিরাজ মুর্মু ও হপনময়ী সোরেনকে মৃত বলে ঘোষণা করেন। আহত গোপাল মুর্মু আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। টিনের বাড়িতে বৃষ্টিপাতের কারনে সর্ট সার্কিটের ফলে এমন ঘটনা বলে জানান আহত গোপাল। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

ফোর্টিন টাইমলাইন ইটাহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close