Raiganj : আয়োজিত হ’ল উত্তর দিনাজপুর জেলা যুব সাংসদ প্রতিযোগিতা

আরও পড়ুন

রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে বুধবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলা যুব সাংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের পরিষদীয় দফতরের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পরিচালনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা স্তরের যুব সাংসদ প্রতিযোগিতা, চরিত্র গঠন, প্রশ্ন উত্তর প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তব্য, প্রবন্ধ রচনা এগুলি মহাবিদ্যালয় স্তরিয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রতিযোগিতার বিষয়বস্তু। এই বিষয়গুলির ওপর ভিত্তি করেই প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সূত্রের খবর, বুধবার এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন ও উত্তর দিনাজপুর জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাসিয়া, অতিরিক্ত জেলা শাসক হসীন জেহুরা রিজভী, রায়গঞ্জ মহকুমার মহকুমা শাসক কিংশুক মাইতি, ওসি জেনারেল সুব্রত মজুমদার, অতিরিক্ত জেলা শাসক মানস মন্ডল, তথ্য ও সাংস্কৃতিক বিভাগের আধিকারিক অভিজিৎ বিশ্বাস, সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলিমা মোক্তাণ-সহ আরও অনেকেই। প্রদীপ প্রজ্জ্বলন ও মহাবিদ্যালয়ের শিক্ষিকাদের সমবেত সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

মূলত ছাত্র-ছাত্রীদের যুব বয়সে দেশের সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক বোর্ডকে উদ্বুদ্ধ করার জন্য এই প্রয়াস বলে জানান জেলা সমাহর্তা অরবিন্দ কুমার মিনা। তিনি আরও জানান, করোনা কালে দু’বছর এই প্রতিযোগিতার আয়োজন করা যায়নি, এবছর আবারও এই প্রতিযোগিতা শুরু করা হল।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close