Dalkhola: রক্তদান শিবির এভিটি ওয়াইপি-র

আরও পড়ুন

প্রতিবছরের মতো এবারও রক্তদান শিবির করল অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদ । এ রাজ্যের তিনটি এলাকা-সহ সারাদেশে এমনকি বিদেশেও তিন লক্ষ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছেন সংস্থার কর্ণধাররা। এদিন ডালখোলার তেরাপন্থ ভবনে এমন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডালখোলা শিবিরের রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১০০ ইউনিট।

ডালখোলার তেরাপন্থ ভবন থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close