কর্মরত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু। বুধবার ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার দাবরা প্রাথমিক বিদ্যালয়ে।পান্ডুয়ার বৈঁচি বেড়লা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে ওই শিক্ষকের পরিবার-সহ বিদ্যালয়ে।
সূত্রের খবর, মৃত ওই শিক্ষকের নাম মৃণাল কান্তি হালদার। বিদ্যালয়ে প্রার্থনার পরে হঠাৎ একটি ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তড়িঘড়ি তাকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসকরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ। কি কারনে তার এমন মৃত্যু হল তা নিয়ে ময়নাতদন্ত শুরু হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, পাণ্ডুয়া, হুগলি।