আদিবাসী জমি রক্ষা কমিটি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হল। বুধবার মোট ছয় দফা দাবিকে সামনে রেখে বালুরঘাট শহরজুড়ে মিছিল করে জেলা শাসকের দফতরের সামনে উপস্থিত হয় আদিবাসী জমি রক্ষা কমিটির সদস্যরা। এদিন জমি রক্ষা কমিটির সদস্যরা তীর, ধনুক, বল্লম নিয়ে জেলাশাসকের দফতরের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখান। এরপর সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে দাবি পেশ করা হয়।
পাশাপাশি আদিবাসী জমি রক্ষা কমিটি এই বিক্ষোভ ও ডেপুটেশনে জমা দেওয়ার জন্য কোন ধরনের অপ্রিতীকর ঘটনা না ঘটার লক্ষ্যে জেলা শাসকের দফতরের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।