দীর্ঘ ১ বছরের প্রেম, প্রেমিকের অজান্তেই তার প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়। তা জানতে পেরে মানসিক অবসাদের ফলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। আমবাগান থেকে উদ্ধার হয় ওই প্রেমিকের ঝুলন্ত দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের মালতীপুরে। পুলিশ মৃত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম রাজা দাস। বয়স ১৮ বছর। বাড়ি মালদার চাঁচলের মালশপুরের কাশিপাড়া এলাকায়। স্থানীয় এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘ এক বছর ধরে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই প্রেমের সম্পর্কে ফাটল ধরে। এরপর তাদের পরিবার তাদের প্রেমের সম্পর্ক জানতে পেরে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করেন। সেই খবর শোনা মাত্রই মানসিকভাবে ভেঙে পড়ে ওই প্রেমিক। বুধবার তাদের বাড়ির পাশের একটি আম বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় রাজা। ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতো সে। কিছুদিন আগেই বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরে মেয়েটিকে বিয়েও করতে চেয়েছিল রাজা। ছেলে পক্ষের তরফ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও মেয়ের বাবা বিয়েতে রাজি হন না। এই ঘটনায় ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এরপর আত্মহত্যার পথ বেঁচে নেয় রাজা।
মৃতের দিদি অর্চনা দাস জানান, মঙ্গলবার রাতে তার ভাই জানতে পারে তার প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। তা সহ্য করতে না পেরে তারপর সে আত্মহত্যা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।