নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রাড়িয়াল গ্রামে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী লীলা দাসকে ঘিরে ঘন্টা খানেক ধরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।
সূত্রের খবর, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার মেলে না বলে অভিযোগ। আবার কখনও একটু দেরিতে এলে খাবার ফুরিয়ে যায় বলে সেন্টার থেকে তাড়িয়ে দেওয়া হয়। সরকারি নির্দেশিকায় শিশুদের জন্য ভাত ও খিচুড়ির সঙ্গে সপ্তাহে ৩ দিন গোটা ও ৩ দিন অর্ধেক ডিম এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের সপ্তাহে ৬ দিনই গোটা ডিম দেওয়ার কথা থাকলেও সপ্তাহে মাত্র ২ থেকে ৩ দিন কাঁচা ডিম, সাদা ভাত ও খিচুড়ি দেওয়া হয়। এতে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। খিচুড়ি নিম্নমানের হওয়ায় শিশুরা তা মুখে দিতে পারেনা। এলাকার মানুষকে অন্ধকারে রেখে দিনের পর দিন দুর্নীতি করে চলেছে ওই কর্মী বলে অভিযোগ।শুক্রবার সকালে ওই কেন্দ্রের শিশুর অভিভাবকেরা খাবার আনতে গেলে দেখে শুধু শুকনো ভাত ও কাঁচা ডিম দেওয়া হচ্ছে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এপ্রসঙ্গে আরও অভিভাবক প্রিয়াঙ্কা সাহা ও মিলি খাতুনেরা জানান, “দীর্ঘদিন থেকে নিম্নমানের খাবার দেওয়া হয় শিশুদের। খাবার থেকে কখনও কখনও পোকা ও ইঁদুরের মল পাওয়া যায়।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী লীলা দাস বলেন, “কোনোওদিন খারাপ খাবার দেওয়া হয় না। তবে সময়ের অভাবের জন্য বুধবার ডিম সিদ্ধ করা হয়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জানান তিনি।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।