Malda : যুব সংসদ প্রতিযোগিতায় বিজয়ী ঐতিহ্যবাহী বার্লো গার্লস হাইস্কুল

আরও পড়ুন

জেলা যুব সংসদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মালদা শহরের ঐতিহ্যবাহী বার্লো গার্লস হাইস্কুল এবং রানার্স আপ কালিয়াচক ২ নম্বর ব্লকের উত্তরলক্ষীপুর হাইস্কুল। এই সাফল্যে খুশি স্কুল পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা। চ্যাম্পিয়ন হয়ে বার্লোর ছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে একলাখি মিশন গার্লস স্কুল।

সূত্রের খবর, বিজয়ীদের চ্যাম্পিয়নস ট্রফি, মেডেল-সহ ৬০ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীরা ট্রফি, মেডেল-সহ চল্লিশ হাজার ও তৃতীয় স্থানাধিকারীদের স্কুল ট্রফি, ২৫ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। অন্যান্য ক্ষেত্রে তাৎক্ষনিক বক্তব্য, চরিত্র গঠন, প্রবন্ধ প্রতিযোগিতা-সহ একগুচ্ছ পুরস্কার দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলকে। দু’দিন ব্যাপী এই যুব সংসদ প্রতিযোগিতায় বীরভূম ও দক্ষিণ দিনাজপুর থেকে মোট ৭ জন বিচারক উপস্থিত ছিলেন। বিচারক দক্ষিণ দিনাজপুরের বাসুদেব ভারতী, বীরভূমের শিউড়ির বিপদতারন মণ্ডলের বক্তব্য “ছাত্রদের থেকে ছাত্রীদের অংশগ্রহণ বেশি। ছাত্রদের থেকে ছাত্রীদের মধ্যে সিরিয়াসনেস, দক্ষতা, উৎসাহ, উৎকর্ষতা তুলনামূলক বেশি।”

উল্লেখ্য, জেলায় অল্পের জন্য উত্তরলক্ষীপুর হাইস্কুল চ্যাম্পিয়ন না হওয়ায় মনে স্বাভাবিকভাবেই আক্ষেপের সৃষ্টি হয়েছে।

আদর্শ সাংসদ গড়ার লক্ষ্যে পড়ুয়াদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাংসদ বিষয়ক ধারণা নিয়েই আগামী দিনে পড়ুয়াদের মধ্যে থেকেই কেউবা রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা অন্যান্য মন্ত্রী হতে পারে। স্কুলগুলির মধ্যে ব্লকের যুব সংসদ প্রতিযোগিতা শেষ হয়ে জেলাস্তরীয় সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৩-‌২৪ সেপ্টেম্বর দু’দিন যাবৎ মালদার ললিতমোহন শ্যামমোহিনী উচ্চ বিদ্যালয়ে জেলা স্তরের জমজমাট প্রতিযোগিতার আসর বসে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এই প্রতিযোগিতায় বিভিন্ন ব্লক ও পুরসভা থেকে জেলায় মোট শতাধিক স্কুল অংশগ্রহণ করে। এদিন যুব সংসদ প্রতিযোগিতাকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সম্পা হাজরা, মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক, জেলা শিক্ষা এসএসএম-এর আধিকারিক সৌম্য ঘোষ-সহ অন্যান্যরা।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close