Raiganj: দুর্গাপুজোর আগেই আলোকশয্যায় সাজলো শহর

আরও পড়ুন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র ৫ দিন বাকি। ইতিমধ্যেই ইলুমিনেশন বা আলোকমালায় সেজে উঠেছে উত্তরবঙ্গের মডেল শহর রায়গঞ্জ। স্থানীয় শাস্ত্রী সংঘ, অমর সুব্রত, অনুশীলনী এবং সুদর্শনপুর সর্বজনীন পুজো কমিটির আলোকসজ্জা দেখতে ইতোমধ্যেই ভিড় করছেন শয়ে শয়ে
মানুষ। সন্ধের অন্ধকার ঘনিয়ে আসতেই শহরের রাজপথে নেমে পড়ছেন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ, পুরএলাকাতো বটেই, বিভিন্ন শহরতলী এলাকার মানুষও ভিড় জমাচ্ছেন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোড, মহাত্মা গান্ধী রোড, ঋষি অরবিন্দ সরণি ওরফে থানা রোড, ডা: বিধান চন্দ্র রায় সরণী, স্বামী প্রণবানন্দ সরণী সর্বোপরি রায়গঞ্জ ইউনিভার্সিটি রোড, ইত্যাদি এলাকায়।
সোমবার দিনের বেলায় ক্ষণিকের জন্য রায়গঞ্জে দোস্তি মোড় থেকে শুরু করে কর্ণ জোড়া হেমতাবাদ বুনিয়াদপুর দৌলতপুর গঙ্গারামপুরে বৃষ্টিপাত হলেও পরে অবশ্য মনোরম আবহাওয়া দেখা দেওয়ায় ভিড় বাড়ান বিভিন্ন ওয়ার্ডের মানুষ। যেহেতু দুর্গাপুজোর আর এক সপ্তাহও বাকি নেই, তাই বিভিন্ন মলে, মার্কেটে ভিড় উপচে পড়ছে উত্তর দিনাজপুরের জেলা সদরে। স্থানীয় মানুষের বক্তব্য- এখনই যেখানে রায়গঞ্জের রাজপথে পথ চলা দায়, সেখানে পুজোর দিনগুলিতে ভিড় ঠেলে কিভাবে পুজো দেখবেন অবন্তি মানুষ তা রীতিমতো ভাবিয়ে তুলেছে।

ক্যামেরায় রোহিতের সঙ্গে শ্রীপর্ণা কুন্ডুর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close