বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি-সহ গ্রেফতার হল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মালদার ভূতনি সেতুতে। ধৃত দুষ্কৃতির নাম জুয়েল সেখ। বাড়ি মানিকচকের ধরমপুরের বড়বাগান এলাকায়।
সূত্রের খবর, এই ঘটনা সম্পর্কে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার মৌখিকভাবে জানান, গোপন সূত্রে তারা খবর পায়, ভূতনি সেতুতে এক যুবক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবর পাওয়া মাত্রই মানিকচক থানার পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে হানা দেয়। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে তারা। তার কাছ থেকে আইরন মেড একটি পাইপ গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, ছিনতাই করার উদ্দেশ্যে ভূতনি সেতুতে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হবে বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, মালদা।