দেশে প্রচলিত ছোট এক টাকার কয়েন কি বাতিল হলো?

দোকান,বাসে কেন নিতে চাইছে না এক টাকার কয়েন? তবে কি বাতিল হতে চললো ভারতীয় এক টাকার কয়েন? এই নিয়ে কি বলছে RBI?

আরও পড়ুন

দেশের একাধিক রাজ্যের দোকানগুলিতে ছোট এক টাকার কয়েন না নেওয়ায় হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যার জন্য বেশ কিছুদিন ধরে জনগণ হয়রানি হয়ে অভিযোগ জানাচ্ছেন। বেশ কিছু মাস ধরে দেখা যাচ্ছে যে,বাংলার কিছু কিছু অংশে এক টাকার কয়েন নেওয়ার প্রবণতা অনেকটাই কমে গেছে। বহু বাস যাত্রীরাও এই সমস্যার সম্মুখীন হয়েছেন। বেশ কিছুদিন আগে আবার ১০ টাকার কয়েন নিয়েও এরকম ঘটনা ঘটেছে। এখন এক টাকার কয়েন নিয়ে বিপত্তি দেখা যাচ্ছে। এর মধ্যেই এক ব্যাক্তি হয়রানির শিকার হয়ে ঘটনাটির সম্মন্ধে RBI(রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-কে জানান।
RBI সূত্রে জানা যায়, পোস্ট অফিস(Post Office) ও ব্যাঙ্ক দেশে প্রচলিত সবরকম নোট এবং কয়েন গ্রহণ করে। তাই কোনো গ্রাহক পোস্ট অফিসে এক টাকার কয়েন ডিপোজিট করতে পারেন। গ্রাহক আবার সেই ছোট এক টাকার কয়েন দিয়ে পোস্ট কার্ড,স্ট্যাম্প ইত্যাদি কিনতে পারেন।

Reserve Bank of India

সম্প্রতি এক ব্যাক্তি ট্যুইটারে RBI ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামানকে ট্যাগ করে এক টাকার কয়েনের সমস্যা নিয়ে কিছু প্রশ্ন করেন”এক টাকার কয়েনের প্রচলন কি দেশে বন্ধ হয়ে গেছে? যদি হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষেরা কোথায় সেই এক টাকার কয়েন গুলো জমাবে?যদি বাতিল না হয় তাহলে কেন দোকানে ও পোস্ট অফিস-এ এক টাকার কয়েন গুলি নেওয়া হচ্ছে না?” আরও অনেক প্রশ্ন উঠে এসেছে।
এই ঘটনার ক্ষেত্রে RBI বলে, মানুষের উদ্দেশ্যে ২০১৯ সালের ২৬ জানুয়ারী একটি বিজ্ঞপ্তি জারি করে কোনো রকম গুজবে কান না দেওয়ার কথা বলে RBI। দেশে প্রচলিত সমস্ত কয়েন পুরোপুরিভাবে বৈধ আছে। অর্থাৎ, কোনো কয়েনই বাতিল হয়নি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close