সোমবার নেপালে একটি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব-পশ্চিম মহাসড়কের পাশে হেটাউদা উপমহানগরী-১৫ এর চুরিয়ামাই মন্দিরের কাছে।
সূত্রের খবর, গতকাল রাতে বাসটি কাঠমান্ডু থেকে ঝাপার দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৩০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যাত্রীদের ভরতপুর এবং কাঠমাণ্ডুর হাসপাতালে রেফার করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফোর্টিন ওয়েবডেস্ক, কাঠমান্ডু, নেপাল।