Hooghly : নবমীতে নিখোঁজ হয়ে দশমীতে উদ্ধার এক কিশোরীর রক্তাক্ত মৃতদেহ

আরও পড়ুন

নবমীতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ, দশমীতে উদ্ধার এক কিশোরীর রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলিতে। এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃত সেই কিশোরীর নাম রুবি কুমারী। বয়স ১৮ বছর। বাড়ি শেওড়াফুলির খড়পাড়ায়। মঙ্গলবার নবমীর রাতে পাড়ার এক যুবক সেখ রাজার সঙ্গে ঠাকুর দেখতে বার হয় রুবি। রাত বাড়তে থাকলেও তাকে আর তার বাড়িতে ফিরতে দেখা যায়নি। সারারাত নিখোঁজ থাকার পর বুধবার দশমীর দিন রেল লাইনের পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। ঘটনাটির কথা ছড়িয়ে পড়তেই উত্তেজনার সৃষ্টি হয় এলাকাজুড়ে। মৃতের পরিবারের অভিযোগ, সেখ রাজা নামের ওই যুবক রুবিকে নিজের সঙ্গে করে নিয়ে গলা টিপে তাকে খুন করে রেল লাইনের পাশে ফেলে রাখে।

এরপর মৃতের পরিবারের সদস্যরা অভিযুক্তকে আটক করে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তারা অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এমন ঘটনায় শোকের সৃষ্টি হয়েছে মৃতের পরিবার-সহ গোটা এলাকায়।

ফোর্টিন টাইমলাইন, শেওড়াফুলি, হুগলি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close