সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের কাকাকে খুন খোড়ল ভাগ্না। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের পুরসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ কাকা মহম্মদ আক্তারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল তার ভাইপো মহম্মদ আরজু’র। এরপর শুক্রবার সকালে ধারালো অস্ত্র দিয়ে কাকার গলায় কোপ বসায়। মৃতের পরিবারের দাবি, বাড়িতে কেউ না থাকার ফলে আরজু এই কাণ্ড ঘটিয়েছে।
মৃতের মেয়ের দাবি, তার বাবা সকালে কলপাড়ে বসে স্নান করছিল। অভিযুক্ত আরজু তখনই পিছন থেকে এসে গলায় ধারালো অস্ত্রের কোপ বসায়। তারা তখন বাড়িতে কেউ না থাকার ফলে অভিযুক্ত এমন কাজ করেছে বলে দাবি। খবর পেয়ে এলাকায় আসে টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এরপর অভিযুক্ত মহম্মদ আরজুকে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করা হয়। বেশ কিছুক্ষণ পর তাকে খুঁজে গ্রেফতার করা হয়।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।