Islampur : বাঘের হানায় আতঙ্কিত গ্রামবাসী, সমস্যার সুরাহার আশ্বাস তৃণমল নেতার

আরও পড়ুন

ফের বাঘের আতঙ্ক ছড়াল ইসলামপুরের কালানাগীন এলাকায়। চলতি মাসের গত ১০ থেকে ১২ দিন যাবৎ গ্রামে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। রবিবার রাতে আবার একটি ছাগলকে ওই বাঘ টেনে নিয়ে যেতে দেখতে পান এক মহিলা। একের পর এক পোষ্য প্রাণীকে রাতে টেনে চা বাগানে নিয়ে যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, রবিবারের পর সোমবার সকালেও চা বাগানের ভিতর থেকে ওই ছাগলের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের আধিকারিকেরা গত চারদিন আগে এই এলাকা পরিদর্শনে আসেন এবং গ্রামবাসীদেরকে সতর্ক হয়ে থাকার কথা বলেন। সোমবার আবার একটি ছাগলের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। সকাল থেকে একাধিকবার বন দফতরের আধিকারিকদের ফোন করা হলেও সময় মতো কেউ না আসলে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। বাঘ হোক বা অন্য কোনও হিংস্র প্রাণী তার জন্য সঠিক সমাধানের দাবি তুলছেন গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের এক কর্মী। ওই কর্মীর কাছ থেকে কোনও সুরাহা না পেলে গ্রামবাসীরা তাকে আটক করে রাখেন। এম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ ও স্থানীয় এক তৃণমূল নেতা। তিনি এসে তাদের আশ্বাস দিলে বন দফতরের কর্মীকে ছেড়ে দেন গ্রামবাসীরা।

ইসলামপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close