মেলা থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহিপুর গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী শনগাঁওয়ে। এই ঘটনায় মৃতের সঙ্গে গুরুতরভাবে জখম আরও এক যুবক।
সূত্রের খবর, মৃত ওই বাইক চালকের নাম গোকুল হরিজন। বয়স ২২ বছর। বাড়ি ভগিলতা গ্রামে। তার সঙ্গে ওই গুরুতরভাবে জখম ওই যুবকের নাম চন্দ্রকান্ত বর্মন। বয়স ২০ বছর। তিনি মহিপুর গ্রাম পঞ্চায়েতের আন্তর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে তারা মেলা দেখে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের একাংশের দাবি, তারা দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। যার ফলে শনগাঁও এলাকায় তারা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে। ফলে রাস্তায় ছিটকে পড়ে ওই দুই যুবক। স্থানীয় বাসিন্দাদের চোখে ঘটনাটি পড়তেই তারা ভাটোল ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানের কর্মরত চিকিৎসকেরা গোকুলকে দেখে মৃত বলে ঘোষণা করেন। চন্দ্রকান্ত বর্মন বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থা শোচনীয় বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।