নিজের স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট। অপমানে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মঘাতী ওই গৃহবধূ। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের সুজাপুরের গয়েশ বাড়ি বিশ্বাসপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। তারা পৌঁছে ওই মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃত ওই গৃহবধুর নাম হুসনারা বিবি। এই ঘটনায় অভিযুক্ত স্বামীর নাম আক্তার সেখ। বিগত ৫ মাস আগে গয়েশবাড়ি বিশ্বাস পাড়ার সাফির সেখের মেয়ে হুসনারা বিবির সঙ্গে প্রেম করে বিয়ে করে সুজাপুরের স্কুল পাড়ার যুবক আক্তার সেখ। অভিযুক্ত পেশায় একজন প্লাস্টিক ব্যবসায়ী। কর্মসূত্রে বর্তমানে সে ১০ দিন আগে শিলিগুড়িতে গিয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করে মৃতার স্বামী।
এরপর অভিযুক্ত স্বামী হুসনারা বিবির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তার জেরেই অপমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই বিষয়ে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযুক্তর বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।