Raiganj : পথে লরির ধাক্কায় মৃত ১, আহত ২

আরও পড়ুন

পথে এক লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। তার সঙ্গে গুরুতরভাবে জখম ২ যুবক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের বাইপাস রোডে। এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃতের নাম সৌমিক বর্মন, বয়স ২৭ বছর। বাড়ি মাড়ইকুড়া গ্রাম পঞ্চায়েতের অভিনগর গ্রামে। তার সঙ্গে গুরুতরভাবে জখম ওই দুই যুবকের নাম পাপ্পু বর্মন ও সৌরভ বর্মন। বাইপাস রোডে এমন ঘটনা ঘটায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা লরিটিকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের দাবি, লরি চালক এম ভাস্করণ মদ্যপ অবস্থায় ছিলেন। যার জেরে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ওই চালককে লরি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এসে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে লরিটিকেও আটক করে তারা।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close