মহিলার চুল কেটে তার মারধর করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার পুরাটুলি হঠাৎ কলনী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
সূত্রের খবর, ওই মহিলা তার নিজের ভাইপোর সঙ্গে একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। তারই জেরে মানসিক অবসাদে ভুগতে থাকা ওই ভাইপো কয়েকদিন আগেই আত্মঘাতী হয়। এরপর থেকেই ওই এলাকায় ছিল না মহিলা। শুক্রবার সকালে স্থানীয় এলাকায় তাকে দেখতে পাওয়ায় ওই মহিলাকে ধরে মারধর শুরু করেনা মৃত ব্যক্তির স্ত্রী ও পরিবারের সদস্যরা। অভিযুক্ত মহিলার চুল কেটে নেওয়ারও অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। এই নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।