বৃত্তি পরীক্ষা দেওয়াতে যাওয়াই কাল হল মা এবং মেয়ের। শনিবার সকলে এম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল মা এবং মেয়ের। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জগৎপুর জোড়াকলতলায়। ১৬ নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয় দুই পথচারীর। সূত্রের খবর-মৃতরা দু’জনে সম্পর্কে মা এবং মেয়ে। শনিবার সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন মা। মেয়ের বৃত্তি পরীক্ষা ছিল এদিন। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা দেহ আগলে রেখে বিক্ষোভ দেখতে শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। জ্বালিয়ে দেওয়া হয় ঘাতক অ্যাম্বুল্যান্সটিকেও। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়ার উলুবেড়িয়া থানার পুলিশ। বেশ কিছুক্ষণ ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশি সূত্রের খবর, দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুল্যান্স চালক পলাতক। স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাস না থাকায় ওই এলাকায় প্রায়শই পথদুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের কর্মীরা পৌঁছেছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।