আবারও শৈলেশ পাণ্ডের বাড়ি থেকে পাওয়া গেল বিপুল টাকার হদিশ। ওই ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট ও হাওড়ার একটি ফ্ল্যাটের পর তার শিবপুরের একটি আবাসনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমান টাকা। ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের ফ্ল্যাট থেকে ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গয়না উদ্ধার হয়। এরপর তার বাড়ির বক্স খাটে লুকিয়ে রাখা আটটি ব্যাগ থেকে উদ্ধার হয় আরও কয়েক কোটি, কোটি টাকা। তার সঙ্গে অনলাইন কোর্স বেআইনিভাবে লেনদেন রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী পলাতক বলে জানা গেছে।
উল্লেখ্য, রবিবার সকালে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের গাড়ি থেকে উদ্ধার হয়েছিল দু’কোটি টাকা। রাতে বাড়ি থেকে উদ্ধার হয় আরও ৫ কোটি ৯৫ লক্ষ টাকা। গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। এবার সিল করে দেওয়া হল তার মন্দিরতলার ফ্ল্যাটও। রাতে আবাসনে চার তলার ফ্ল্যাটে তল্লাশি শুরু করে পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় ওই টাকা ও গয়না। হাওড়ায় শৈলেশ পাণ্ডের দুটি বাড়ি থেকে ৮.১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া দুটি ল্যাপটপ, একটি ট্যাব, বেশ কিছু গয়না এবং ব্যাংকের নথি মিলেছে। দুটি ব্যাংক অ্যাকাউন্টের ২০ কোটি টাকা ব্লক করা হয়েছে।
সম্প্রতি, হেয়ার স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে অভিযোগ করা হয়, নরেন্দ্রপুরে তাদের শাখায় দুটি অ্যাকউন্টে বেশকিছু সন্দেহজনক লেনদেন হয়েছে। অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে বেশকিছু অ্যাকাউন্টের হদিস পায়। ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, একাধিক লোককে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করেছেন তিনি। ঋণ না পেয়ে প্রতারিতরা রাষ্ট্রয়ত্ত ব্যাংকে ম্যানেজারের কাছে অভিযোগ জানান। এরপরই ব্যাংকের তরফ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।