Uttar Dinajpur: ছ’বছর আগেই কংগ্রেসের সঙ্গে বামপন্থীরা ছিল মন্তব্য ভিক্টরের, কোনও দলের কাছেই গ্রহণযোগ্য নয় ভিক্টর, জানালেন মন্ত্রী

আরও পড়ুন

ঠিক ছ’বছর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বামপন্থী কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোট গড়ে কংগ্রেসের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে। একজন বামপন্থী নেতা দক্ষিণপন্থী দল কংগ্রেস দলে যোগ দিয়ে কোনও অন্যায় করেননি। আগামীতে কংগ্রেস রাজ্য এবং দেশ শাসন করবে বলে মনে করেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাক্তন ফরয়ার্ড ব্লক বিধায়ক ইমরান আলি রমজ ওরফে ভিক্টর। কংগ্রেসে যোগ দেওয়ার পর বুধবার ভিক্টর চাকুলিয়ায় ফেরেন। ভিক্টর অনুগামীরা বিশাল মোটরবাইক মিছিল করে কিষানগঞ্জ থেকে তাঁকে চাকুলিয়ায় নিয়ে আসেন। ভিক্টর অনুগামীরা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বহুল প্রচারিত গান “খেলা হবে” গান বাজিয়ে নিয়ে আসেন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। একজন বামপন্থী পরিবারের নেতা কিভাবে কংগ্রেসের মত দক্ষিণপন্থী দলে নিজেকে মানিয়ে নেবেন। সেই প্রসঙ্গে ভিক্টর জানান, দীর্ঘ কয়েক বছর যাবত ফরয়ার্ড ব্লক কোনও আন্দোলনে নেই। রাজ্যে চরম দুর্নীতি এবং সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে ফরয়ার্ড ব্লক কার্যত আন্দোলনবিমুখ হয়ে আছে। এলাকার মানুষ যে তাঁকে পাশে পেতে চান বুধবারের মিছিলে তার প্রমাণ মিলেছে। বামপন্থী নেতা কংগ্রেসে যাওয়ায় সমালোচনা করতে ছাড়লেন না গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানী। তার অভিযোগ- ভিক্টর কোনও দলের কাছেই গ্রহণযোগ্য নয়। তাই তাঁকে কোনও দল গ্রহণ করেনি। বাধ্য হয়েই সে কংগ্রেসে যোগ দিয়েছে। তাঁর প্রয়াত পিতা রমজান আলির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী।

ফোর্টিন টাইমলাইন, চাকুলিয়া ও রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close