প্রায় ৩৬ ঘন্টা নিখোঁজ থাকার পর পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ি সারদা কলোনী এলাকায়। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম নিপেন ঘোষ। বাড়ি ওই এলাকাতেই।
পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। শনিবার সকালে দেহ ময়নতন্ত্রের জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবার সূত্রে আরও জানা যায় মদ্যপ অবস্থায় ছিল ওই ব্যক্তি। পুকুরপার দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়তো পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার।
ফোর্টিন টাইমলাইন, মালদা।