Uttar Dinajpur: ফের সিপিএম-এই ফিরল ৫৮ পরিবার, ক্ষতি হবে না বক্তব্য তৃণমূলের

আরও পড়ুন

এ যেন উলট পুরান ! সারা রাজ্যে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস দলে ঢোকার হিড়িক, সেখানে উত্তর দিনাজপুরের করণদিঘির দোমোহনার বাসপাড়া ভুলকিতে ৫৮টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে পুনরায় সি পি আই এম পার্টিতে যোগদান করল। বৃহস্পতিবার এমন ঘটনায় খানিকটা উজ্জীবিত পিপিআইএম দলের কর্মী সমর্থকরা।
এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন করণদিঘি এরিয়া কমিটির সম্পাদক আশিস ঘোষ, ডালখোলা এরিয়া কমিটির সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাস, করণদিঘি এরিয়া কমিটির কোষাধক্ষ্য চন্দন বিশ্বাস, নেতৃত্ব মাইনুল হক, মহম্মদ আয়েস, মোবারক হুসেন-সহ আরও দলীয় নেতৃবৃন্দ।

অন্যদিকে করণদিঘির তৃণমূল কংগ্রেস নেতারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন- তারা চলে যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না। বরঞ্চ তৃণমূল কংগ্রেসের থাকলেই দলের ক্ষতি হতো।

ফোর্টিন টাইমলাইন বাসপাড়া ভুলকি করণদিঘি, উত্তর দিনাজপুর

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close