সোমবার দুপুর দুটো নাগাদ আচমকাই আগুন লেগে যায় দক্ষিণ চব্বিশ পরগনার বানতলার লেদার কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ে। সোমবার আবহাওয়া খারাপ থাকার কারনে আগুন ভয়াবহ আকার নেয়। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে গোটা কমপ্লেক্স জুড়ে। এই ঘটনায় রীতিমতো হৈচৈ শুরু হয় এলাকা চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় পুলিশ ও বিশাল দমকলবাহিনী।
প্রথমে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মাঝরাত পর্যন্ত আগুন বিধ্বংসী চেহারা নিলে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা। শেষে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকলের মোট ১৫টি ইঞ্জিন। টানা ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
লেদার কমপ্লেক্সের যে বিল্ডিংয়ে আগুন লাগে সেখানে অন্তত ১০ জন আটকে ছিলেন। কিন্তু দমকলবাহিনী ও স্থানীয়দের সহযোগীতায় তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই দুর্ঘটনায় কারো কোনো মৃত্যু না হলেও প্রচুর ক্ষয়-ক্ষতির সম্মুখীন হতে হয়। কমপ্লেক্সের একাধিক জিনিস পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারন এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ চব্বিশ পরগনা।