North 24 Parganas : ভাটপাড়ায় ফের বোমা বিস্ফোরণে মৃত্যু ৭ বছরের শিশুর

আরও পড়ুন

দীপাবলির সকালে মর্মান্তিক এক দুর্ঘটনার স্বাক্ষী থাকলো ভাটপাড়া। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় এক সাত বছরের শিশুর। সোমবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রেমচাঁদ নগর এলাকায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

স্থানীয় ও পুলিশি সূত্রে খবর, সোমবার সকালে কাঁকিনাড়া স্টেশনের কাছে বোমাটি পড়ে ছিল। সেটি দেখে বল ভেবে খেলতে যায় ৭ বছরের একটি শিশু। বোমাটি হাতে নিতেই সেটি ফেটে যায়। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকে শিশুটি। এরই সঙ্গে জখম হয় পাশে থাকা আরেকটি শিশু। বিস্ফোরণের আওয়াজ শুনে ছুঁটে আসে এলাকাবাসী। তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাত বছরের শিশুটির। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

আহত আরেকটি শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে রয়েছে নৈহাটির জিআরপি-আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় আরো একটি তাজা বোমা।কীভাবে বোমা স্টেশন চত্বরে এল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভাটপাড়ায় বার বার এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

ফোর্টিন টাইমলাইন, উত্তর চব্বিশ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close