Murshidabad : শব্দ বাজি ফাটাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু যুবকের

আরও পড়ুন

কালীপুজোতে শব্দ বাজি ফাটাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কার আকুরা ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম পল্লব মন্ডল। বয়স ৩২ বছর। বাড়ি ফরাক্কার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের আকুরা গ্রামে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। মঙ্গলবার রাতে পল্লব-সহ বেশ কয়েকজন আকুরার কাছে একটি ফিডার ক্যানেলের ধারে তারা বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় বাজি ফাটাতে গিয়ে বিপত্তি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পল্লবের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ ও ফরাক্কা থানার পুলিশ। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ পাঠানো হয়। তারা পুলিশের চোখ এড়িয়ে সেই ক্যানেলের ধারে শব্দ বাজি ফাটাচ্ছিলো কিভাবে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close