ছাগলের পা ভেঙে দেওয়া কে কেন্দ্র করে আক্রান্ত একই পরিবারের মা ও ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ছ’টা নাগাদ রতুয়া থানার শেখপুর গ্রামে। আক্রান্তরা হলেন মা তহমিনা বিবি বয়স ৬০ বছর ও ছেলে রফিকুল আলম বয়স ৪০ বছর। জানা গেছে এদিন প্রতিবেশী মনসুর রহমানের ছাগলের পা কে বা কারা ভেঙে দেয়। এই নিয়ে সন্দেহ করে রফিকুলদের ওপর। এদিন রফিকুলেরা জমিতে ধান মারছিলেন। প্রতিবেশী মনসুর রহমানের ধারণা- সম্ভবত ছাগলটি ধান ঝাড়ার ওখানে গিয়ে ধান খেয়ে ফেলেছে। তার কারনেই তারাই ছাগলটিকে মেরে পা ভেঙে দেয় বলে অভিযোগ মনসুরের। এই নিয়ে এদিন সন্ধ্যায় তুমুল গন্ডগোল বেধে যায় দুই পক্ষের মধ্যে। দুই পক্ষের গন্ডগোলের জেরে হাঁসুয়া লাঠির আঘাতে আক্রান্ত হয় রফিকুল আলম ও তার মা। অন্যান্য পরিবারের লোকজনেরা তড়িঘড়ি তাদের দু’জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় রতুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায়। চিকিৎসক এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।