বিয়াল্লিশ ফুটের পরে আর উচ্চতা বাড়েনি শ্যামা মায়ের, তথাপি থেকে গিয়েছে ত্রয়োদশীর মেলা। এমনই মেলা কে ঘিরে উৎসাহের অন্ত নেই সমগ্র মালদহ জেলা জুড়ে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার মালদা জেলার ঐতিহ্যবাহী কালীপুজো মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি সর্বজনীন বাজার কালীপুজো। যা উত্তরবঙ্গের বৃহত্তম সব কালীপুজো থেকে বড়।বুলবুলচন্ডি বাজার সর্বজনীন কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে বুলবুলচান্ডি বাজার এলাকা। ৪২ ফুটের এই কালী দক্ষিণাকালী নামে পরিচিত। স্থানীয় ও পুজো কমিটি সূত্রের খবর, আজ থেকে প্রায় বহু বছর আগে বুলবুলচন্ডি এলাকার চার জন বাসিন্দা এই কালীপুজোর সূচনা করেন। তারপর থেকে তারা সিদ্ধান্ত নেন, প্রতিবছর একহাত করে মূর্তি বড় করা হবে। পুরনো রীতি মেনে বড় করা হ’ত কালী মায়ের কয়েক বছর ধরে আর বাড়ানো হয় না কিছু সমস্যা তৈরি হয় তার পর থেকে আর মূর্তি বাড়ানো হয়নি বর্তমানে ৪২ ফুটে রাখা হয়েছে। বুলবুলচন্ডি সর্বজনীন বাজার পুজো এবারে ৭৪ তম । এই কালীপুজো উপলক্ষে ১৩ দিন যাবত চলে মেলা। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা ভিড় জমান এই মাতৃমন্দিরে। এলাকার মানুষ জানিয়েছেন- এত বড় প্রতিমায় কাঠামোর নিচে কোনও চাকা লাগানো নেই, অথচ বিসর্জনের সময় দড়ি দিয়ে বেঁধে বিসর্জন করা হয় মাকে। যা দেখতে ভিড় জামান হাজার হাজার দর্শনার্থী।
ফোর্টিন টাইমলাইন, মালদা।