Malda : ভাই ফোঁটার দিন মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু যুবকের

আরও পড়ুন

ভাই ফোটার দিন বৃহস্পতিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরো একজন । মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার কাজিগ্রাম গ্রামপঞ্চায়েতর নিত্যানন্দপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম অংকুশ মন্ডল, বয়স ২৬ বছর। আহত যুবকের নাম শেখর মন্ডল, বয়স ২৪ বছর। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। তারা ইংরেজবাজার থানার বড় গোসাইপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পরিবার ও পুলিশি সূত্রে খবর, পিসির বাড়িতে বোনেদের থেকে ভাইফোঁটা নিয়ে দিলালপুর থেকে ওই দুই যুবক বাড়ি ফিরছিলেন বাইকে করে। ফেরার পথেই নিত্যানন্দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় রাস্তার পাশে দুইজনে। এরপর স্থানীয়রা বিষয়টি লক্ষ করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। জরুরি বিভাগের চিকিৎসকেরা অংকুশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মালদা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close