Uttar Dinajpur : টিফিন মানি বাঁচিয়ে অনাথদের ফোঁটা পড়ুয়াদের

আরও পড়ুন

ভাইফোঁটা পালনে উদ্যোগী হল রায়গঞ্জে কিছু ছাত্র-ছাত্রী রায়গঞ্জের কিছু ছাত্র ছাত্রী আজ ভাই ফোঁটার পূণ্য তিথিতে স্থানীয় হাই রোড সংলগ্ন রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে আবাসিকদের সঙ্গে ভাই ফোঁটা পালন করল। প্রায় ২৬জন আবাসিককে ভাইফোঁটা-সহ মিষ্টির প্যাকেট উপহার হিসেবে তুলে দেন উদ্যোক্তাদের প্রতিনিধিরা। আবাসিকরা বিনিময়ে তাদের হাতে তুলে দেন খাতা ও কলম। আজকের দিনে সব বোনেরা যেখানে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন, ফোঁটা দেন, সেখানে আবাসিকরা বাড়ি বা পরিবারহীন হয়ে এখানে থাকলেও স্থানীয় কিশোর-কিশোরীদের এই উদ্যোগে তারা রীতিমতো আপ্লুত।

উদ্যোক্তাদের মধ্যে স্নেহাশীষ খাখা মাম্পি পাল জগৎ বর্মন সুস্মিতা সাহা, শ্রাবণী খা খা আঁখি বর্মনের মতো কিছু পড়ুয়া রয়েছেন যারা কিছুদিন আগে দুর্গাপুজোতে এই আবাসিকদের মণ্ডপ পরিক্রমা করিয়েছেন বলে জানান তারা। এঁরা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন না হলেও মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

রায়গঞ্জের চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close