তন্ত্র সাধনার জন্য এক ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। বৃহস্পতিবার রাতে হরিয়ানা থেকে হাওড়ায় এসে ধরা পড়ে অভিযুক্ত। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, অভিযুক্তের নাম শিবকুমার। দীপাবলির রাতে সে এক নাবালিকাকে বলি দেবে বলে ছক কষেছিল। সে সিদ্ধ তান্ত্রিক হতে চেয়েছিল। তার জন্য নরবলি প্র্রয়োজন। সেই কথা ভেবেই ৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে। এরপর তাকে খুন করে পালানোর জন্য কালকা মেলে চড়ে। এমন ঘটনার কথা জানাজানি হতেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকেই তার ওপর নজরদারি শুরু হয়। অবশেষে ওই কালকা মেল হাওড়া ঢোকার পরে এস-৬ কামরা থেকে গ্রেফতার করা হয় শিবকুমারকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিয়ানা পুলিশের দল। তারা এসে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।