শুক্রবার সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিশু-সহ ৫ জনের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। সেই সঙ্গে এহেন ঘটনার
প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ।
সূত্রের খবর, রায়গঞ্জ থেকে একটি যাত্রিবাহী গাড়ি বেথুয়াডহরির দিকে যাচ্ছিল। নাকাশিপাড়ার কাছে গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বহরমপুরগামী একটি লরির। ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ আরোহীর। জানা গেছে, ওই এলাকায় জাতীয় সড়কে কাজ চলছে অনেক দিন যাবত। মাঝে কাজ বন্ধও হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও গাড়ি চলাচলের জন্য রাস্তা অনেকটাই সরু করে কেবল সিঙ্গল লেন খোলা রয়েছে। সেই রাস্তা দিয়েই স্পিডে যাত্রিবাহী গাড়িটি যাচ্ছিল। সামনে থেকে আসছিল লরিও। সরু রাস্তায় দু’টি গাড়ি পাস করতে গিয়ে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
ফোর্টিন টাইমলাইন, নদিয়া।