শুক্রবার সাকলে কবরস্থান থেকে উদ্ধার হল ১১ ফুটের অজগর। মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা স্কুল পাড়া এলাকার একটি কবরস্থান পরিষ্কার সময় ওই অজগর সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাতসকালে কবরস্থান থেকে বিশালাকার অজগর উদ্ধার করা হল। এলাকাবাসীরা সাপটি উদ্ধার করে খবর দেয় ধূপঝোরা বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে অজগরটিকে করে নিয়ে গিয়ে গরুমারা জঙ্গলে ছেড়ে দেন।
ফোর্টিন টাইমলাইন, চালসা।