দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হয় ৫ নাবালক। তাদের বয়স আনুমানিক ১০ -১২ বছর। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, আতঙ্কে রয়েছেন এলাসকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় বেশ কিছু বোমা মজুত করে রেখেছিল কয়েকজন দুষ্কৃতী। খেলতে এসে সেগুলি দেখতে পায় কয়েকজন কিশোর। বল ভেবে সেগুলি নিয়ে পালানোর চেষ্টা করে তারা। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে তাদের চলে যেতে বলে। দুষ্কৃতীদের কথায় কান না দেওয়ায় ওই শিশুদের লক্ষ করে পর পর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছে শিশুগুলি। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল। ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে একটি ফাঁকা ড্রাম ও একটি বাইক। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ চব্বিশ পরগনা।