Chanchal : ইঁট ভাটা দখলের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে

আরও পড়ুন

ইঁটভাটা দখলের চেষ্টার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা মোক্তার হোসেনের বিরুদ্ধে। প্রতিবাদ করায় ভাটা মালিককে হাঁসোয়া দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার বিরস্থল গ্রামে। চাঁচল থানায় পঞ্চায়েত প্রধানের স্বামী-সহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী।পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা দাবি তৃণমূলের।

অভিযোগ শুক্রবার সকালে চাঁচোল এক নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা মোক্তার হোসেন দলবল নিয়ে হামলা চালায় আনোয়ার হোসেন নামে এক ইটভাটা মালিকের উপর। অভিযোগ ইঁটভাটা দখল করতে এসেছিল তৃণমূল নেতা। বাধা দেওয়াই ইঁটভাটার মালিক ও তার দাদাকে মারধর করা হয় হাঁসুয়া দিয়ে কোপানো হয় ইঁটভাটার মালিক আনোয়ার হোসেন কে। এমনকি ইঁটভাটায় ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঁচল থানায় আটজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে ইঁটভাটা মালিক।

যদিও এর সাথে দলের কোন সম্পর্ক নেই বলে দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আবসার হোসেন বলেন, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে এর সাথে দলের কোন সম্পর্ক নেই। ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ।

যদিও নিজের বিরুদ্ধে গোটা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী মোক্তার হোসেন, তিনি বলেন ওই ভাটাটি তার কাকুর। যারা ভাটা নিজেদের বলে দাবি করছে তারাই গন্ডগোল পাকিয়েছে। এর সাথে দলের কোন সম্পর্ক নেই।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close