দীর্ঘ ছুটির পর আদালত খুলতেই দুই প্রবীণ আইনজীবীর মৃত্যুতে কর্মবিরতি মালদা বার অ্যাসোসিয়েশনের। উল্লেখ্য, পুজোর দিনগুলিতে দীর্ঘদিন ধরে আদালতের কাজকর্ম বন্ধ ছিল। ছুটির মেয়াদ শেষে। শুক্রবার পুনরায় আদালত চত্বর চালু হওয়ার কথা থাকলেও আইনজীবীদের কর্ম বিরতিতে থমকে যায় সমস্ত কাজকর্ম।
মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুজোর ছুটিতে আমাদের দুই প্রবীণ আইনজীবী পরলোক বড়লোক গমন করেছেন। তাদের আত্মার শান্তি কামনা করে আজ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আজ বার অ্যাসোসিয়েশনের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।