বড়োসড়ো সাফল্য পেল এসটিএফ। শনিবার মালদা থেকে লক্ষাধিক টাকার জাল নোট উদ্ধার করে এসটিএফ-এর আধিকারিকরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃতদের মধ্যে একজন বিহারের বাসিন্দা। গোটা চক্রের হদিশ পাওয়ার লক্ষ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
পুলিশি সূত্রে খবর, ভারত-বাংলাদেশের সীমান্তে যেখানে পাহারা নেই, সেখান দিয়েই ভারতে ঢুকছে জাল নোটের কারবারীরা। এই নিয়ে এসটিএফের সঙ্গে বিএসএফের বৈঠকও হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকায় জাল টাকার রমরমা নতুন নয়। নতুন করে আবার সেই জাল টাকার কারবারীরা মাথা তুলছে বলে মনে করছে এসটিএফ। তবে এই জাল টাকার কারবারীদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।