মা কালীর বিসর্জনকে কেন্দ্র করে দুই দলের বিবাদ। বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম বেশ কয়েকজন। তাঁদের মধ্যে দু’জন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদার সাহাপুর নাগেশ্বরপুর এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শুক্রবার রাতে পুরাতন মালদার সাহাপুর নাগেশ্বরপুর মহানন্দা নদীর ঘাটে মা কালীর প্রতিমা বিসর্জন চলছিল। সেই সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। বিবাদ চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জখম হয় অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ। দুই পক্ষের দুই জনকে আটক করে। আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাঁদের মধ্যে দু’জন চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, রতন হালদার। বয়স ২৬ বছর এবং মিঠুন সিংহ বয়স ২৯ বছর। বাড়ি সাহাপুর,নাগেশ্বরপুর। অভিযুক্তরা হল সুরজ চৌধুরী ও সনু চৌধুরী। এই দুই জনকে আটক করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।