Kishanganj, Bihar: রমজান নদীর বিভিন্ন ঘাটে জমে উঠেছে ছট পুজো

আরও পড়ুন

বিহারের কিশানগঞ্জ শহরের খাগড়া এলাকার রমজান নদীর খাগড়া অঞ্চলের দেবঘাট, ধোবি ঘাট, গোশলা ঘাট, রুইদাসা ঘাট, ওদ্রাঘাট-সহ রমজান নদীর অসংখ্য ঘাটে ছট পুজোর আয়োজন করা হয়েছে।

দলে দলে নারী পুরুষেরা রং-বেরঙের পোশাক পড়ে সূর্যদেবকে প্রণাম এর উদ্দেশে নানান ঘাটপাড়গুলিতে জমায়েত হন। সাজিয়ে রাখা হয়েছে কলা, বাতাবীলেবু, নারকোল, ফুল, ফল-মালায় সাজিয়ে তোলা হয়েছে অসংখ্য নদীপার্শস্থ্য ঘাটকে। মুহুর্মুহু মাইকযোগে ঘোষণা করা হয় বিভিন্ন মোটর বাইক গুলিকে সাবধানে রাখতে। ইতিমধ্যেই রবিবার বিকেলে দর্শনার্থীদের একটি মোটর বাইক চুরি যায়, সেই উদ্দেশ্যেই মাইকযোগে ঘোষিত হয় প্রশাসনিক তরফে বাহন চুরি যাওয়ার নানান সাবধান বাণী।

বিহারের রমজান নদীর খাগড়া ঘাট থেকে সরিতা পান্ডের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close