বন্দর তথা রায়গঞ্জের ঐতিহ্যবাহী গোষ্ঠলীলা উৎসব মঙ্গলবার পালিত হল বন্দর গোপাল বান্ধব পাঠশালায়। ভক্তদের ঢল ছিল সকাল থেকেই দেখবার মতন। কৃষ্ণ বলরাম সুভদ্রা কে বন্দরের বিভিন্ন কৃষ্ণ মন্দিরগুলিতে পুজো দিয়ে এসে গোষ্ঠ মঞ্চের পার্শ্ববর্তী মন্দিরে পুজো দিয়ে স্থাপিত করা হয়। এরপর ঐতিহ্যবাহী শোভাযাত্রা রায়গঞ্জ শহর জুড়ে শুরু হবে। শিশুরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানের মাত্রাকে বরাবরের মতো এবারও বাড়িয়ে তুলবে এই আশা করাই যেতে পারে। এবারের ৯৬ তম গোষ্ঠ উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ১৮ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রদীপ কল্যাণী ও ১৭ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেট র তথা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী চৈতালি ঘোষ সাহা।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপর্ট টাইমস ফোর্টিন বাংলা।