Uttar Dinajpur: আড়াই বছর পর সিনেমার পোস্টার দেখে উচ্ছ্বাস শহরে

আরও পড়ুন

দীর্ঘ কয়েক বছর পর সিনেমার পোস্টারের দেখা মেলায় রায়গঞ্জ শহরে পৃথক উন্মাদনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের পি আর এম মার্কেট সিটিতে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। গত ২৮ অক্টোবর থেকে শহরের বিভিন্ন কোণে পোস্টার পড়েছে ‘ব্ল্যাক আদম’, “রাম সেতু”, “থ্যাংক গড” “কান্ত্রা”, “বল্লভপুরের রূপকথা”। দুপুর থেকে রাত পর্যন্ত এই সিনেমাগুলি চলবে।

প্রায় আড়াই বছর করোনার পর রায়গঞ্জে ঝাঁ চকচকে পরিবেশের সিনেমা দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দর্শকরা।

রায়গঞ্জের পিআরএম মার্কেট সিটি থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close