দীর্ঘ প্রায় এক মাসের দুর্গম অভিযানের পর ৬, ০৯৯ মিটার উঁচু ক্ষারকোড শৃঙ্গ জয় করে ফিরলেন রায়গঞ্জের হিমালায়ান মাউনটেনার্স অ্যান্ড ট্রেকারস অ্যাসোসিয়েশন-এর পর্বতারোহীরা। বুধবার রায়গঞ্জে ফিরতেই সংস্থার তরফ থেকে রায়গঞ্জ রেল স্টেশনে তাদের মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। সংস্থার তরফ থেকে এদিন রেল স্টেশনে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ পাল, তরুন সরকার, সন্ধ্যা দাস, রূপালী আচার্য, দিলীপ দে, কনক রঞ্জন সেন, লিলি মহন্ত প্রমূখ। এই অভিযানের দলনেতা মনতোষ বিশ্বাস জানান, মাউন্ট থারকোট, মাউন্ট দুর্গা কোট এবং মাউন্ট ভানুকোট এর উদ্দেশ্যে যাত্রা করলেও প্রচন্ড প্রতিকূল আবহাওয়ার জন্য শেষ পর্যন্ত তাদের অভিযান স্থগিত হয়নি। তিনি আর কি জানিয়েছেন শুনুন-
কিন্তু সেই সঙ্গে বাড়তি পাওনা ছিল অভিযাত্রী দলের দুই সদস্য ঋজু দে এবং নীলাদ্রি সিনহার। তারা ৫, ৬৪৫ ফুট উঁচু মাউন্ট ভানুটিতে পদার্পণ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। আগামীতে তারা এই সংস্থার সঙ্গে আলোচনা করে আরও বড় কোনও অভিযানে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।
রায়গঞ্জ থেকে প্রবল সাহার রিপোর্ট, টাইম ফোর্টিন বাংলা।