রায়গঞ্জের জেলখানা মোড়ে ১০ চাকার একটি লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। নিহত ওই যুবকের নাম মলয় বর্মন। বয়স আনুমানিক ২৭ বছর। বাড়ি ইটাহার থানার কোকড়াকোন্ডা এলাকায়। স্থানীয় সূত্রে খবর- মলয় বর্মন নামের ওই যুবক বাইক চালিয়ে রায়গঞ্জের নেতাজি মোড়ের দিক থেকে শিলিগুড়ি মোড়ের দিকে যাচ্ছিল, সেইসময় জেলখানা মোড়ে একটি যাত্রীবাহী বাস রাজপথের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। হঠাৎ দ্রুত বেগে মালদা অভিমুখে যাওয়া একটি দশ চাকার লরি ওই যুবককে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মলয় বর্মন নামে ইটাহারের ওই যুবকের মাথায় গুরুতর আঘাত লাগে। সন্ধ্যে ছটা নাগাদ এমন মর্মান্তিক ঘটনায় তীব্র রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় বাইক চালক মলয় বর্মনের। মোটর বাইকটি চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে এক পাটি ছেঁড়া চপ্পল পড়েছিল। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। ওই যুবকের মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
ফোর্টিন টাইমলাইন, জেলখানা মোড়, রায়গঞ্জ।