Times14বাংলা-র পূর্ণাঙ্গ ভবন উদ্বোধন রায়গঞ্জে

আরও পড়ুন

শুক্রবার শুভ নববর্ষের পূণ্য দিনে রায়গঞ্জের উদয়পুরে একটি পূর্ণাঙ্গ ভবন উদ্বোধন হল এরাজ্যের সর্ববৃহৎ সোস্যাল মিডিয়ার নিউজ চ্যানেল “টাইমস ফোর্টিন বাংলা”। “টাইমস ফোর্টিন বাংলা” এবং এন্টারটেইনমেন্ট চ্যানেল টাইমস “ফোর্টিন ফ্যামিলি” (Times14 Family)। এদিন বিকেল পৌণে ৪ টায় কার্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন করেন ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল।

এদিন সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার একাধিক ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী, উত্তর দিনাজপুর জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, রায়গঞ্জ পুরসভার প্রথম নাগরিক সন্দীপ বিশ্বাস, উপ-পুরপিতা অরিন্দম ওরফে গোরা সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার-সহ রায়গঞ্জের বিশিষ্ট নাগরিকরা। রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রাম উদয়পুরে সংশ্লিষ্ট সংস্থার ওপেন এবং ইন্ডোর ষ্টুডিও – র উদ্বোধন করেন যথাক্রমে পুরপিতা সন্দীপ বিশ্বাস ও উপ -পুরপিতা অরিন্দম সরকার। রিসেপশন রুম-এর উদ্বোধন করেন – উত্তর দিনাজপুর জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে,মেক-আপ ষ্টুডিও রুম-এর উদ্বোধন করেন যথাক্রমে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার ও সাধারণ সম্পাদক অলিপ মিত্র। বিশালায়তন এমন সোস্যাল মিডিয়া নিউজ হাউজের উদ্বোধনে এসে “টাইমস ফোর্টিন বাংলা” চ্যানেলের শ্রীবৃদ্ধি শুভকামনা করে বক্তব্য রাখেন উদ্বোধক কানাইয়ালাল আগরওয়াল, তিনি ঠিক কি বলেছেন শুনব –

বিধায়ক কৃষ্ণ কল্যানী সাংবাদিকতা নিয়ে কি জানিয়েছেন শোনাব –

রায়গঞ্জের পুরপিতা সন্দীপ বিশ্বাস সংবাদমাধ্যম সম্পর্কে বেশ কিছু মূল্যবান বক্তব্য রেখেছেন –

এদিন বিকেল পৌণে ৪ টায় কার্যালয়ের শুভ দ্বারোদ্ঘাটন করেন ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল। সোশ্যাল মিডিয়ার একাধিক ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী, উত্তর দিনাজপুর জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে, রায়গঞ্জ পুরসভার প্রথম নাগরিক সন্দীপ বিশ্বাস, উপ -পুরপিতা অরিন্দম ওরফে গোরা সরকার , উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র, প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার -সহ রায়গঞ্জের বিশিষ্ট নাগরিকরা। এদিন উত্তর দিনাজপুর জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পূর্নেন্দু দে কি জানিয়েছেন শোনাব –

রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রাম উদয়পুরে সংশ্লিষ্ট সংস্থার ওপেন এবং ইন্ডোর ষ্টুডিও – র উদ্বোধন করেন যথাক্রমে পুরপিতা সন্দীপ বিশ্বাস ও উপ -পুরপিতা অরিন্দম সরকার। বিশালায়তন এমন সোস্যাল মিডিয়া নিউজ হাউজের উদ্বোধনে এসে “টাইমস ফোর্টিন বাংলা” চ্যানেলের শ্রীবৃদ্ধি শুভকামনা করে বক্তব্য রাখেন উদ্বোধক কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যানী-সহ অন্যান্য অতিথিরা।

 

Fourteen Times Line

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close